ওহে অন্তর্যামী
এত কাছে থাক তুমি
সবই দেখ সবই শুন মোর
মোর প্রেমে হয়ে বিভোর
কত কিছু কর দান
না চাহিতে তব পান
অবোধ বান্দার তরে
কত কাজ দাও করে

এত যদি কাছে থাক
এত প্রেম যদি রাখ
যদি এত দেখ ভাল
তবে কেন রয়েছ আড়াল
কিবা সুখ পাও হরি
লুকোচুরি খেলা করি
অবোধের ক্ষীণ জ্ঞান
নাহি বুঝি করি ধ্যান

ওহে প্রভু তব ছল
মোর নাহি লাগে ভাল
মনে হয় বৃথা সব
যদি নাহি দেখি তব
এই মনে অভিলাস
থাকিতে নিঃশ্বাস
দেখা দিও অধমের তর
দেখিব তব নয়ন ভর।