কখনও দেখিনি তারে
ভালবাসি শুধু অন্তরে অন্তরে
তবুও আশা রাখি পাব একদিন
প্রতীক্ষার প্রহর শেষে প্রভাতে রঙ্গিন।

আসিবে সে এক রঙ্গিন প্রভাতে
পুষ্প হাতে আমারে সাজাতে
রাঙ্গাতে হৃদয় আপনার মত
ভালবাসা দিয়ে বসুধার যত।

আমিও সেদিন তাহারে সাজাব
প্রেমের আবিরে হৃদয় রাঙ্গাব
এ দুটি পরাণ আসিবে কাছে
হারাব দুজন দুজনার মাঝে।

ধরনী বাজাবে প্রেম সঙ্গীত
নৃত্য করিবে সাগর সড়িৎ
দেখিয়া সেদিন প্রণয় জোয়ার
প্রেমের হবে জয় জয়কার।