উন্নয়নের জোয়ারে আজ ভেসে যাচ্ছে দেশ
গর্বে মোদের বুক ফেটে যায় নেই যে সুখের শেষ
জীবন যাত্রার মান বেড়েছে ধনী গরীবের
দামী খাবার খায় সকলে কথাটা গর্বের
ভোগ করে সব দামী জিনিস নিত্য জনগণে
এসব দেখে হিংসা জাগে বিরোধীদের মনে
বেশি দামী সব জিনিসের মানটা থাকে ভাল
কম খেলেই পেট ভরে যায় ভুড়ির জন্য ভাল
দামী জিনিস ভোগ করে আজ আমরাও সব দামী
নাকি বলেন ভাই সব - ঠিক বলিনি আমি?
উত্তর নেই একজনেরও মলিন সবার মুখ
তিন দিনেরই অনাহারে জ্বলে যাচ্ছে বুক
আশ্বিনেরই মঙ্গা এবার এল ভাদ্র মাসে
চিন্তায় ওদের মাথা ঘুরে কাটাবে তা কিসে
সুখের আমায় যেই নেতারে দিয়েছিল রায়
সেই নেতাই তাদের তরে বনেছে কসাই
মারত যদি গুলি করে তাও ছিল ঢের
তা না করে লাত্থি দিচ্ছে পেটে গরীবের
খেতে না পেয়ে স্ত্রী সন্তান করছে আহাজারি
ভাবে কৃষক খালি হাতে কেমনে যাবে বাড়ি
আবার বলে নেতা মশাই - শুনেন ভাই সব কথা
আপনাদেরই ভাবনা ভাবি আমরা সর্বদা
ভাঙ্গিতে চাই এই দেশেতে গরীব ধনীর প্রভেদ
জ্বালানী তেলের দাম বাড়িয়ে দিলাম প্রথম ছেদ
চলবেনা আর কলের গাড়ি আগের মত দেশে
বাঁচব মোরা কর্বনমুক্ত সুন্দর বাংলাদেশে
শ্বাস কষ্টে হারাবে না কেই সুন্দর জীবন খানি
নাকি বলেন ভাই সব - ঠিক বলিনি আমি?
কথা বলে না একটি লোকও, থাকে চুপটি করে
ঘরের মাঝে বাতি জ্বলেনা সপ্তাহ কাল ধরে
অধিকাংশ মানুষ যেথায় দিন আনে দিন খায়
সেথায় নেতা কতক লোকের গাড়ির কথা দেখায়
এসব লোক যে ডুবে আছে অকাল মঙ্গার মাঝে
সেই দিকে কি নেতা মশাই’র একটু খেয়াল আছে?
আছে শুধু ভোটের খেয়াল নির্বাচনের আগে
তখন দেখি সব লোকেরে বাবা বলে ডাকে
পাশের পর তিন বছর আর থাকেনা কোন খোঁজ
ঢাকায় বসে গিলেন মশাই দামী দামী ভোজ
মঙ্গা কেবল ওদের বেল ভোট দিয়েছে যারা
থাকবে লেগে আজীবন তা হবে না আর সারা।