আমার নয়নে তুমি সুন্দর
আমার ভুবনে তুমি প্রভাকর
তোমার আলোয় আলোকিত ধরা
তোমা ছাড়া যেন সকলই মরা।

জগতে যাহা সুন্দর অতি
তোমার তুল্য নহে কেহ রতি
তুমি হও প্রিয় রূপের আধার
বিধাতার দেওয়া নিপুন উপহার।

পরময় তাহার সুনিপুন হাতে
কারু কাজ যত করেছে তোমাতে
প্রতি ভাঁজে তব রূপের ছটা
কি আছে ধরণীর তোমারে হটা।

নেই নেই প্রিয় নেই কিছু আর
ছিলনা কভু-হবেও না পুনঃবার
তবতুল কেহ ধরণীর বুকে
ভাসিবার মত আমার চোখে।