অনেক খুঁজেছি তারে
টেকনাফ থেকে তেতুলিয়া
পাহাড়ি, গজারি থেকে সুন্দরবনে
সুরমার তট থেকে হাড়িয়াভাঙ্গার তটে-

মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, বন-বনান্তরে
বাকি নেই এই বাংলার অলি গলি
খুঁজেছি সবখানে।
শুধু একবার যদি দেখা হতো!

না! তা আর হল না
হয়তো চলে গেছে কারো ঘরে ॥

অর্ধেক জীবন ব্যয় করে
এত পথ ঘুরে ফিরে
যাকে খুঁজেছি আমি-
সে কি ভেবেছে এতটা আমায় নিয়ে?

হয়তো ভেবেছে।
হয়তো ভাবেনি।