২ লক্ষ্য ৪১ হাজার ৪৭০ টাকা যদি হয় এই দেশের মানুষের মাথা পিছু আয় তবে কাকা তোমার পকেটে টাকা আর আমার পকেট কেন ফাঁকা।
অন্য দেশের মানুষের কষ্টে ঘামাও তোমার মাথা কিন্তু কাকা তোমার ঘরের কোনে ছনেরঘরের লোকটার পকেট টা যে ফাঁকা
তেলে মাথায় তেল দাও তুমি টাকা ওলাকে টাকা গরিব দুঃখিকে দিতে গেলে দশ টাকা কাকা ভাংতি থাকে না তোমার পকেটে টাকা
জনগন আর মিডিয়ায় তুমি গরিবের অধিকার নিয়ে দাও কতো স্লোগান একটু পরেই রুমে বসে খাও একাই চার পাঁচটা মুরগির রান বলবে তুমি খাবনা কেন আমি আমার পকেটে টাকা কিন্তু কাকা তোমার ঘরের কনে ছনের ঘরে তার পকেট যে ফাঁকা।
একাই তুমি খাবে কেন তাকেও একটু দাও এটাই হচ্ছে মনুষ্যত্ব কাকা আজ তোমার পকেটে টাকা কাল হতেও পারে পকেট তোমার ফাঁকা।