হে সন্তান রিদয়টা কেন তোমার আজ এতো শক্ত,
যখন তুমি নবাগত মা বাবার ছিলে তুমি কতো ভক্ত।
দিয়েছে মায়ের স্নেহ বাবার ভালোবাসা তাদের মোনাজাতে তুমি ছিলে ওয়াক্তের পর ওয়াক্ত,
তাহলে রিদয়টা কেন তোমার আজ এতো শক্ত।
তোমাকে তারা যেটা দিয়েছে তুমি দিয়েছো উল্টো,
ভালোবাসার বদলে তুমি তাদের ঝরিয়ে দিয়েছো রক্ত
দিয়েছো কবর মা বাবাকে কবর দিয়েছো সৃতি,
তোমার মোনাজাতে আজ নেই আর তাদের উপস্থিতি। কোথায় গেলো নবাগতোর সেই ভক্ত কেন রিদয়টা তোমার আজ এতো শক্ত ।