# যুদ্ধটা থেমে যাবে #
------ অমলেন্দু বিশ্বাস(পশ্চিমবঙ্গ)
দীর্ঘ কাল ব্যাপি আমাদের যে যুদ্ধটা চলছে
আমি জানি তা একদিন থেমে যাবে।
শুধু আমাদের চেনা উঠোন থাকবে না আর আগের মত,
সবুজ ধান ক্ষেতের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্বপ্নের কাশফুল গুলো শুধুই অভিমানের আগুনে পুড়ে ছাই হবে।
মনের সবুজ বন্দরে শুধু পড়ে থাকবে কিছু চাপা দীর্ঘ নিশ্বাস,
আর হাওয়ায় ভাসতে থাকবে লাভা নির্গত কিছু ছাইয়ের উত্তাপ।
পড়ে থাকবে কিছু অব্যক্ত কথা -
যারা গান হতে হতে থেমে গিয়েছিল কোন এক সোনালী সন্ধ্যায়।
আমি জানি একদিন যুদ্ধটা ঠিক থেমে যাবে
আমাদের গোলাবাড়ির এক তলার ছাদে
ভোরের আলোয় ধান খুঁটে খাওয়া সাদা পায়রার দল আবারও একরাশ ভালোবাসা উড়িয়ে দেবে নীল আকাশের বুকে।
আঁদুরে শীত ভাটার পাল তুলে দিলে
আবারও হাজার বছেরর কবিতা নিয়ে হাজির হবে বসন্ত,
বল্কলে ঠোঁটের দাগ দিয়ে তখন আমরা লিখে যাব আমাদের হারানো দিনের কবিতা।
আমাদের চেনা গলিতে আবারও কিছুও কম বেশি বিকিকিনি হবে সেই পুরনো দৃষ্টিতে।
তখনও হয়ত আমাদের সেই -
পলাতক সুখ খুঁজে খুঁজে ক্লান্ত হব আমরা।
শুধু ধূসর পাণ্ডুলিপির শিরনাম হীন কিছু কবিতা সৃষ্টিসুখে পাগল হবে,
আর বৌদ্ধ মূর্তির মত দাঁড়িয়ে থাকবে আমাদের পলকহীন দৃষ্টির সামনে।