দরজার ওপাশ থেকে ঠক্ ঠক্ আওয়াজ
আমি এসেছি-
শব্দের জাদুকর
দরজা খোল।
বহু নগর বহু সভ্যতা দেখে এলাম -
হরপ্পা মহেঞ্জদার সিন্ধু
ঘুরে এলাম কত জনপদ
তাদের বুকের পাঁজরেও সেই একই আমি
একই শব্দ ঠক্ ঠক্
দরজা খোল
আমার চোখের দিকে তাকাও
এই যে আমার চির চেনা হাত
দেখতে পারছো মিশরের পিরামিড,
অতলান্ত অর্থবহ এই তাজমহল।
এগুলো আমি তুলে দেব সব তোমার হাতে
সেই একই অঙ্গীকারে
এগুলো ইতিহাস মালা
সৃষ্টির সূতয় গাথা
প্রগতির এক একটা ধাপ।
তুমি দরজা খোল -
আমি তোমার মস্তিষ্কে একটা উপনিবেশ গড়ব।