এইখানে তোমাতে নিমগ্ন আছি কবিতা-
এই বেশ ভালো
তোমার গাঢ় নীলে আমার সে অবগাহন
এই বেশ ভালোলাগে
তোমার দিকশূন্যহীন চলা
আমি বুকের পাঁজরে লুকিয়ে রাখি
তোমার সে ছন্দময় কায়া
এই বেশ ভালোবাসি -
তুমি মহাশূন্যের মাঝেও
কতটা সহজ
কতটা চেনা
আমি তোমাতে মিলেমিশে একাকার
তোমার সে অস্হি-মজ্জায়
আমার সে গোপন অভিসার আর না হয় কেউ নাইবা জানুক
আর না হয় কেউ নাইবা দেখুক
তোমার লজ্জা রাঙা হাসি
তুমি তো ইমন -বেহাগের চির চেনা সূর
তুমি বেদনা বিধূর
আমি হাসি আমি কাঁদি
তোমার বহমান রিদয়ের গহীন ফল্গুধারায় ভাসি
ক্রমশ ভেসেই যাই একটা ইতিহাস হতে হতে