# ঘুম #
--- অমলেন্দু বিশ্বাস(প.ব)
কত দিন তুৃমি শুয়ে আছ এই খানে?
এই কাত্তিকের জ্যোৎস্না, মোম আলোয় ভরে থাকা শিশির ভেজা রাত
আমারও তোমার মত শুয়ে থাকতে ইচ্ছে করে
ইচ্ছে করে এই অভ্র সজ্জায় হংস মিথুনের মত করে শুয়ে থেকে শব্দ শুনি;শব্দ শুনি রক্ত লসিকায় ছুটে চলা খনিজের
ইচ্ছে করে কান পেতে শুনি
আরও কিছু না বলা কথা শিশিরের
এই দ্যাখো কিছু প্রশ্নরা আজ কেমন সোজা হেঁটে চলে যায়!
আমি জানি ওরা ফাঁকা মাঠ ধরে দক্ষিণ দিকে দুমাইল হেঁটে গেলে
তোমায় পাবে নদীর মত করে
আর উত্তর দিকে বেশ কিছু পথ গেলে....
দেখবে হিম শীতল কেমন শুয়ে আছ তুমি।
দ্যাখো শহর থেকে পিঁপড়ের সারি বেয়ে মানুষ ছুটে আসছে সদল বলে
আজ তারাও আমার মত তোমার বুকে ঘাস হয়ে ঘুমতে চায়