#   আয়োত্রীণা তোমাকে...   #

          
          ---- অমলেন্দু বিশ্বাস (প.ব)

কতদিন হল  তোমার ওই ঠোঁট থেকে
হেমলক তুলে নিইনি আয়োত্রীণা!
শীতের শুষ্কতা  কি নিষ্ঠুর,
তাহলে ওরা  কি বসন্ত ভুলে গ্যাছে ?

তবে আমাদের কাঙ্ক্ষিত যে দিন
মহুয়ার নেশা জড়ানো নগ্নতার  যে রাত,
ভিক্টোরীয়ার কোনও এক বিকেল জুড়ে  
ইচ্ছেদের যে  তুমুল উড়াউড়ি...

ঘন কুয়াশায় এভাবে আর কত দিন?
আজ তো বহু  অভাবে , অনাদরে  
ভাঁজ  পড়েছে  তোমার গোলাপি ঠোঁটে....
এ তো  আমি চাইনি!
এ আমি চাইনি কোনদিন,
শুধু চেয়েছি  সকালের নরম আলোয়
ঝিলে ফুঁটে থাকা পদ্মের মত
নির্নিমেষ চেয়ে থাকুক তোমার গোলাপি ঠোঁট
কুয়াশার ভীড় ঠেলে ছুটে আসুক বিশ্বাসের একটা সবুজ  হাত।
আর আমাদের পরিচিত শহর হয়ে উঠুক
চির বসন্তের শহর ইকুয়েডরের কিটো।