ফিলিস্তিনে হামলার জানাই ঘৃণা
    করি প্রতিবাদ,
ধ্বংস হবে নিশ্চয়ই ইসরাইলি
    অশুভ সালতানাৎ।।

পারিনা আমি বিনাশী হতে
    হতে পারিনা সশস্ত্র,
আমি মুসলিম দোয়াও
     আমার অস্ত্র।।

ইহুদি পন্য বর্জন আমার
    ঈমানি দায়িত্ব,
মুসলিম বিশ্বের ঐক্যে বন্ধ
   হবেই দখলদারিত্ব।।

গাজার শিশুর জন্য হোক
    কুনুতে নাজেলা,
প্যালেস্টাইনের মুক্তিতে থাক
শত সহস্র কাফেলা।।