ফিলিস্তিনে মানবতা আজ
রক্তাক্ত শিশুর প্রার্থনাতে,
রক্তাক্ত আজ পবিত্র ভূমি
অসহায়ের আর্তনাদে।।
জালিমরা আজ মানুষ মারে
জ্বালিয়ে বহ্নি শিখা,
রক্তের ঘ্রাণে সুখ খোঁজে
ইজরাইল, আমেরিকা।।
শিশু থেকে বৃদ্ধ, বাড়ি থেকে হাসপাতাল
চলে রক্তের হলি খেলা,
বিশ্ব মানবতা ঘুমিয়ে আছে
মুখে দিয়ে তালা।।
গাজার শিশুর কি নির্মম
আকুতি আর আহাজারি,
মানবতার নির্মম পরিহাস
মানুষ মরে সারি সারি।।
মুসলিমের অনৈক্যে শিশুরা
করে অভিশাপ,
নিশ্চুপ বসে থেকে
মোচন হবে না তো পাপ।।