সীমান্তের অতন্দ্র প্রহরী রইস
   শহীদ হয়েছে আজ,
প্রতিবেশী রাষ্ট্রের রক্ষীদের সীমান্তে
    মানুষ হত্যাই যেন কাজ।।

দেখেছি কাঁটাতারে ঝুলে থাকা
     ফেলানির লাশ,
প্রভুত্ব কারা রাষ্ট্রের প্রতিবাদ
       দেখিনি একরাশ।।

সীমান্তে পাখির মতো গুলি করে
     মানুষ মারে নির্বিকার,
এতো হত্যা, এতো রক্ত চারদিকে,
     তবু কেন চুপ থাকে সরকার?

প্রতিবেশী দেশটি সীমান্তে ঠিকই ভয় পায়
    শক্তিশালী চীন ও পাকিস্তান,
নতজানু বলেই আমাদের সীমান্তে
    নেয় তারা রক্তের ঘ্রাণ।।

শত সহস্র রইস ফেলানিরা
   স্বর্গে বসে আমাদের করে ঘৃণা,
সীমান্তে এতো শহীদ, এতো রক্ত
   স্বাধীন দেশের নেই কেনো দেন?


রচনাকালঃ ২৫ জানুয়ারি ২০২৪
ঠাকুরগাঁও।