বোমার আঘাতে আকাশে ভাসে
মানুষের দেহ,
রক্তাক্ত শিশুর দয়ার্দ্র চিৎকার
শোনে নাতো কেহ।।
হায়রে মুসলমান!
কবে হবি বিবেক বান?
কবে জাগ্রত হবি
কত গেলে প্রাণ?
শুধু নামাজ ই নয়
ঈমানের পরিচয়,
বিভৎস মানুষ হত্যা
কেমনে প্রাণে সয়?
হেদায়েত না থাকলে খোদা ধ্বংস করো
আছে যত অ-শান্তি কামী,
ওহে মাবুদ তুমি
রক্ষা করো পবিত্র এ ভূমি।।
এপার থেকে ওপারে যাচ্ছে
জান্নাতি সব ফুল,
ঘৃণা আর অভিশাপ গুলো আমাদের দিলে,
হবে কি কোন ভুল?