পাথরের মতো কালো রক্ত
নিস্তব্ধতায় জমাট বাঁধে
হৃদযন্ত্রের অতল গহ্বরে।
সাতচল্লিশের লড়াই নিয়ে গেছে
আমার মায়ের সিঁদুর।
অর্ধ শতক পার হয়ে গেছে।
বুকের আঁচড়ে বয়ে চলেছি
বিষাক্ত কাঁটাতারের ইনফেক্শন।
দূষিত রক্তের হৃদপিন্ডে
বন্দুকের নল আজও।
আপোষের কোনো উত্তাপেও
গলে না সীমারেখার বরফ খণ্ড।
পৃথিবীর সব মারনযন্ত্র কেঁদে ওঠে নিঃশব্দে।
আমার মা আর তার
সাদা আঁচলের গেরুয়া-সবুজ রঙ
চির অনির্বান।
ক্ষত বিক্ষত শতাব্দীর পাঁজরে
জমাট বাঁধা রক্তের প্রতিটা বিন্দুতে
স্বদেশ-প্রেম বেঁচে থাকে আজও।
মাতৃত্বের কোলে আমার দেশ, বেঁচে থাকে আজও।
সে অনির্বান।