ইবাদত ছিল একটাই
জান্নত পাবে তুমি একদিন।
কৃষ্ণচূড়ার উপশিরা ছিঁড়ে বেরিয়ে আসে
তোমার প্রেমের রূহানী খুশবু।
আর আমি সে পাপড়ির রক্ত মুছে
ভগবানের চরণে রেখে বলেছিলাম-
‘আমাকে তোমায় ঘৃণা করার শক্তি দাও’
বুকের ভিতর আগুন রঙের রক্ত
ধুয়ে দিচ্ছে দূষিত হৃদপিণ্ডের কর্দমা।
আমার মানুষ উচ্ছিষ্টের নর্দমায়
খুঁজে ফেরে দৈনন্দিন সম্ভোগের ভালবাসা।
পৃথিবীর সব বাস্তবিক প্রেমিক
তোমার কাঁচের ঘরের আয়নায়
বাস্টার্ড মনে হয়।
ভগবান তোমার ইবাদতেই গুরুত্ব দিয়েছেন।
আর আমি রাস্তার ধারে এখনও দেখি উলঙ্গ ছেলেটা
ভাতের সন্ধানে কৃষ্ণচূড়া কুড়োয়।
তবে কি তা জান্নত থেকে ঝরছে......?