বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ।
শেষ রামধনুটা মুছে গেলে তুই
চলে যাবি বলেছিলিস।
এখনো দাঁড়িয়ে আছিস কেন?
তোর রক্ত নিংড়ানো ভালবাসায়
আকণ্ঠ স্নান করে নিয়েছি প্রতিদিন
অনস্তিত্ববাদের গোধুলীবেলায়।
বুকের ভিতর তোর উদ্দাম পদক্ষেপ
শুনতে চাই না আর।
মায়াবী দুঃখপ্রশ্নের সব জাল ছিঁড়ে
তুই চলে যা এবার
ঐ সুদূর দেশের ধুলোমাখা পথে।
কাঁটাতারের আঁচড়ে রক্ত ঝরছে সারা শরীরে।
তোর দ্বিখণ্ডিত হওয়ার যন্ত্রণা
সিক্ত হয় নি এখনো এ বৃষ্টিতে।
তার আগেই থেমে গেছে বৃষ্টি অনেকক্ষণ।
তবু আমি দাঁড়িয়ে আছি কেন?
এবার তুই আমায় যেতে দে।
আমার অপ্রশস্ত হৃদয়ের আকাশে
গহীন কালো মেঘের বৃষ্টি ঝরছে
এখন আমার অশ্রুতে।
ভোরের অস্পষ্ট আলোয় আবছা চোখে
তোকে ফিরতে দেখছি আমি
কুসুমাস্তীর্ণ পথে আমার কাছে
আবার। বার বার..............।
(একটা কবিতা এক কবির জন্য। এক বন্ধুর জন্য। প্রণব কুসুম দত্ত'র জন্য)