যুবকটির বুকের কঠিণ আশার বারুদ
তার সভ্যতাকে জ্বালিয়েছে তারই ভালবাসার অলিন্দে।
তখন সারা আকাশ জুড়ে ছড়িয়ে ছিল
একরাশ দূর্ভাগ্যের মেঘ।
স্বপ্নময় বৃষ্টি-ভেজা সেই বিকেলে
প্রেমিকার বিশ্বাসহীনতার স্রোতে ভেসে গিয়েছিল
যুবকটির ভালবাসা।
অপূর্ণ প্রতিশ্রুতির মাঝে জীবনের শুন্যময়তা
গভীর করে ছুঁয়েছিল তার ব্যর্থতাবোধে।
শিষ্টাচারের কালো রাত্রি ছিঁড়ে
যুবকটির ধীরপায়ে ‘নিষিদ্ধ পাড়ায়’ এগিয়ে যাওয়া দেখেছিল
সেদিনের সন্ধ্যাতারা।
আর তার সাথে ছিল বহুদিন ধরে বয়ে আনা
কিছু সমাজ-বিবেকের বৈধত্ব।
ফেরা হয় নি তার
তারপর আর কোনোদিন
সে আঁধার থেকে।
২৬শে জুন’১৯৯৬/বসন্তপুর