চোখের কোলে রাত জাগার কালিমা।
জাগতিক চাহিদার নেশাতুর হ্যাংওভার
সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত্য।
ভোর-রাত্রির স্বপ্ন ইতিহাস ভাঁঙার হাঁটুতে
ভর করে দৌড়ায়
সাফল্যের জ্যোৎস্নায় ছম ছম বৃষ্টির মতো।
দৌড়ে চলেছি শুধু অদৃশ্য কিম্বা অর্ধদৃশ্য
এক মরিচীকার দিকে।
দৌড়ের গতিবেগ প্রতিদিন যত বাড়াই
পিছনের মানুষগুলো ক্রমান্বয়ে
ছোট হতে থাকে।
সম্পর্কের সব হাড়-মাস
মাইক্রোস্কোপে দেখা রক্তানুর মত লাগে।
ভালবাসা তো বিলি হয়
গুরুদুয়ারার দ্বিপ্রাহরিক লাঙ্গারের
ভোজের মতো।
সাফল্যের হ্যাংওভার উৎরায় নি এখনও
গতিবেগ আরও বাড়াই।
চোখের কোলের কালিমা গভীর হয় আরও।
কাছের মানুষগুলো এবার
দেখা যায় না আর
পিছনেও।
অনেক চলার পর জীবনান্তে নিজেকে খুঁজে পাই
অসীম এক বিত্তের বৃত্তে।
মাইক্রোস্কোপে নয়, খালি চোখে দেখতে পাই
দৌড়-শেষে কোথায়
দাঁড়িয়ে আছি আমি।
এক নিঃস্ব আমি।