প্রশ্ন যদি করতেই হয়
তবে তা
নিজেকে কেন নয়?
তোমার শোকে জ্বালি মোমবাতি মিছিলে।
নারীর সম্মানে এসো দাদা
সবে মিলে।
বলাৎকারের এমএমএস ফটাফট ফরোয়াড
ভীড় বাসে মেয়ে দেখে
মারি হাত ব্যাকওয়াড।
মা-বাবা অসহ্য বুড়ো
সংসারে বড় ভ্রম।
রাতে শুনি প্রিয় গান
নচীকেতার বৃদ্ধাশ্রম।
রূখে যদি দাঁড়াতেই হয়
তবে তা
বিরুদ্ধে নিজের কেন নয়?
শ্লোগানে সোচ্চার আমি মে-দিবস পালনে
অধিকার সমান হোক
ইনজাস্টিস চাইনে।
কাজের মেয়েটা ইররেগুলার বড়
এ মাসে কাটতে হবেই মাইনে।
ভ্রষ্টাচারে নিন্দা করি গালি খায় ঘুষখোর
বন্ধ হোক ঘুষ দেওয়া
মরুক ব্যাটা সব চোর।
পলিউশনটা করিনি এখোনো
করি লালবাতি জাম্প প্রায়
একশ টাকা হাতে দিই
পুলিশ মামু পাল্টি খায়।
বদলাতে যদি কিছু হয়
তবে তা
নিজেকে কেন নয়?
স্বদেশ আমার জীবন-প্রান
গাই আজাদীর বিপ্লব-গান।
উন্নতিটা খুব প্রয়োজন
করবে বটেই আমার দেশ।
এম বি এ টা খতম হলেই
পাঠাবো ছেলেকে ইউ এস।
অহিংসার ডাক দিয়ে যাই
গান্ধীগিরি আমার দেশে
ফ্যাক্ট্রীতে নিজে পেটাই
শিশু-শ্রমিক দিনের শেষে।