নেশাতুর দৃষ্টির ঘোর কেটে যাবে একদিন।
অসভ্যতার অলিন্দে প্রগতির উন্মত্বতা
সমাপ্ত হবে একদিন।
শ্রেষ্ঠত্বের হুংকারে মুছে দেবে মানুষ
মহাকাশে রামধনূ একদিন।
বিশ্বজয়ের মহোৎসবে বিধাতার বাগানে
ফুল চুরি হবে সেইদিন।
প্রেমহীন ভালবাসার রোদবৃষ্টিতে ভিজে
হৃদ্যতার উঠোন ভরে উঠবে
নির্বিবেকের আগাছায় একদিন।
আদীমতার গর্ভে পৃথিবীর বাল্যকাল
কেঁদে উঠবে সেইদিন।
বিনাশের শোকযাত্রায় বিধাতার বাগানে
ফুল চুরি হবে আরও একদিন।
অন্তিম ধ্বংসের ক্ষয়িষ্ণু জীবাশ্বে
মানবজাতির স্থাপত্যলিপি
লেখা রবে শেষ একদিন।
পৃথিবীর ঝড় হয়তো থেমে যাবে একদিন।
থাকবো না আমরা কেউই।
সেইদিন।