তোমায় খুঁজবো বলে সেদিন
পাহাড় গেছিলাম…..
সমতলে জন্মে সাদা বরফকে চিনতে পারি নি।
তোমায় দেখবো বলে সেদিন
সমুদ্র গেছিলাম…..
সূর্যাস্তের কম আলোয় স্রোতকে গুনতে পারি নি।

তুমি আছো বলেই তো আমার
এই জন্মান্তর অতিক্রম-প্রবাস।
তুমি আছো বলেই তো
তোমার কালো দুচোখে আমার এই মৃত্যু-সন্তরন।
তোমায় পাবো বলে আবার সেদিন
স্বপ্ন এঁকে আকাশ গেছিলাম…..
চোখের নীলিমায় ভালবাসা বোঝাতে পারি নি।
তোমায় খুঁজে পাই নি এ হৃদয়ে
তারপর আর কোনোদিন।
চিঠি আর লিখবো না তোমায়।
এবার তুমি আমায় খুঁজে নিও
জন্মান্তর প্রবাসে।
ভাল আছি। ভাল থেকো।
আকাশের ঠিকানায় চিঠি লিখো………।


(কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র অনুপ্রেরণায় লেখা অনেকদিন আগের একটি প্রেমের কবিতা)