বেঁচে দেখবে একবার আমার জীবনটা?
এসে দেখো একবার বর্ষার রাতে
আমার ঘর কিম্বা শৌচালয়টা।
ভিক্ষারতা আমার স্ত্রীর আঁচলে প্রখর দুপুরটা,
এসে দেখো একবার
বস্ত্রহীন আমার সন্তানের শীতের রাত্রিটা।
এসে দেখো একবার অন্নহীন আমার মায়ের
কাঁপা হাতের লাঠীটা।
স্বামী-বিতাড়িতা আমার কুৎসিত বোনের সিঁথিটা।
গাড়ি থেকে নেমে দেখো একবার ফুটপাতে
আমার সাদা-কালো বিছানা কিম্বা ভিজে ঊনুনটা।
এসে দেখো একবার
আমার ঘর্মাক্ত কপালে অশিক্ষার কালো দাগটা।
রক্তাক্ত বুকের দিবারাত পরিশ্রমের পাঁজরটা।
এসে দেখো একবার আমার এই
আধভাঙা ঝুপড়ীর আঁধারটা।
আমি তোমাদের দেশেই থাকি।
বেঁচে দেখবে একবার আমার জীবনটা?