পুলিশের কালো গাড়ির জানালায়
কচি শিশুর একফালি বিবর্ণ মুখ।
ফুটপাত ছেড়ে চলেছে সে আজ নতুন ঠিকানায়
জেলের আঁধারে...
এক মুঠো ভাতের জন্য বিধবা মায়ের শিশুসন্তান
বাঁচতে চেয়েছিল এই পৃথিবীতে।
সভ্য সমাজ শিশুর ক্ষুধার বিনিময়ে
আঁচড়েছে মায়ের যৌবন।
তাই অন্নের আগে সেদিন
তাকে নিতে হয়েছিল অপরাধের স্বাদ।
বাঁচা আর হলো না।
হলো তার জেল।
পুতুল খেলার মাঠে ঐ খুনী শিশুর শৈশবকে যারা খুন করেছে
রয়ে গেল সে খুনীর মুখ মুখোশে।
আজও।