ইতিহাসে রক্তের দাগ পুরানোদিনের।
লাশ গণনায় ভূল হলে
কোনো প্রশ্ন ওঠে না কোথাও।
সারা পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা
প্রতিদিনের তরতাজা লাশ
জনসংখ্যার গণীত কমায়।
প্রগতির অভিযোজনের সাথে
সভ্যতার নিষ্ঠুরতা সমানুপাতিক হয় না।
বারুদের ব্যবসায় লাভ কম এখন।
আনবিক মারনযন্ত্র হানা দিয়ে যায়
মানবিকতার উঠোনে।
সূর্যাস্তের ক্ষীণ আলোয়
বিধাতার মৃদু হাসি ম্লান হয়।
রোজকার লাশ গণনায় ভূল হলে
কোনো প্রশ্ন ওঠে না।
অগুনতি মানুষের রক্তে-মাংসে ঊর্বর হয়
বিশ্বের মাটি।
কবর খোঁড়ার পরিশ্রম বাঁচে প্রতিদিন।
৭ই জুলাই’২০১৫/দিল্লি