পরী তোমায় দেখেছিলাম,
কোন এক রৌদ্র মাখা বিকেল বেলায়,
ব্যস্ত শহর ব্যস্ত নগর ব্যস্ত জীবন ধারায়,
হিজাব তোমাই দারুণ মানাই,
দেখিনি তেমন কিছুই,
শুধু দেখেছি তোমার যুগল অাখিঁ,
কখন যানি দিয়েছ ফাঁকি,
দেখার ছিল আরো বাকি,
সেই থেকে আজো হয়নি দেখা,
পাবো কি আর তোমার দেখা স্বপ্ন ভুনে যায়,
সকাল যাই সন্ধ্যা আসে কল্পনাতে আজো ভাসে,
দেখবো কি আর সেথায়,
যেথায় তোমায় দেখেছিলাম পড়ন্ত বিকেল বেলায়।