ভালো নেই পৃথিবী ভালো নেই কেও,
তবুও স্তব্ধ পৃথিবীতে ভালো থাকার অভিনয়ের ঢেউ।
চেনা গ্রাম আজ অচেনা মনে হয়,
ব্যস্ত শহর আজ নিরবতায় লয়।
চির চেনা ব্যস্ত পৃথিবী ব্যস্ত নগর
সবে যেন আজ অন্ধকার ভুতের শহর।
কবে আবার পৃথিবী পাবে প্রাণ,
হৈ-হুল্লোড় করে পাখিরা গাইবে স্বাধীনতার গান।