প্রেম বলে কিছু নেই আজ
আছে শুধু প্রতারণা নষ্ট প্রনয়।
নষ্ট প্রেম আজ দেহতে মিলায়,
মনের প্রেম যে তাই কষ্ট বিলাই।
প্রয়োজনে কাছে আসে
স্বার্থ পুরালে কেটে পড়ে।
এক জনে সুখী নয় ওরা খোঁজে বহু জন।
প্রেম বলে কিছু নেই আজ।
যখনি ফুরাবে তোমার প্রয়োজন,
ছাড়িতে করিবে নানা আয়োজন।
পাপের কলস পূর্ণ হইলে ছাড়িবে তোমায়,
বাঁধিবে আবার নূতন প্রেম নূতন প্রয়োজন।