আজ মানবতা বলতে কিছু নেই আর,
মানুষের ভিড়ে আজ অমানুষের যে ঠাঁই ।

দিনের বেলাই মানুষ কুপিয়ে  মারে,
পাশের মানুষ ছবি তুলে দায় সারে।

কেমন মানবাতা আজ মানুষের মনে,
অসভ্যতার জয়গান সভ্যতার ভিড়ে।

ভালো মানুষের দাম নেই এ সমাজে,
অমানুষের দাম যে দিনে রাতে বাড়ে।

মানুষে মানুষে করে ভেদাভেদ,    
হিংসায় করে তাই মানুষকে শেষ।