আমি যখন ছোট ছিলাম বুঝতাম'না কিছুই,
পথ চলতে হারিয়ে যেতাম চিনতাম না কিছুই।
তখন আমি ছোট ছিলাম সব'ই হতো মাপ,
এখন আমি বড় হয়েছি তাইতো হয়েছে পাপ।
আমার মাঝে আমি খুঁজি সেই ছোট বেলা,
যখন আমি নদীর ধারে কাটাই সারা বেলা।
পথ চলেছি একা একা নদী বয়েছে আঁকাবাঁকা,
কারো সাথে হয়নি দেখা পথ চলেছি একাএকা।
ছুট'ছি একা আজো পায়নি কারো দেখা,
পথ চলছি একাএকা জীবন আমার আঁকাবাঁকা।