কষ্ট আমায় নষ্ট করেছে
মন কে করেছে কালো।

দিবা নিশি আগুনজ্বলে
মন টা নেই রে ভালো।

অজানা এক নেশায় আমি
জ্বলছি আধার কালো।

সেই অাগুনে জ্বালাবো আমি
তোমার সুখের আলো  ,

সেই বাতিতে দেখবে তুমি!
মন'টা  নেই যে ভালো।