এই আকাশ দেখিয়েছে আলো
এই বাতাস দিয়েছে বেঁচে থাকার নিশ্বাস -
জীবনটা হয় ক্ষণিকের,
মরনস্বাদ অচিরেই-
মনে সংশয় নিয়ে আর কত,
কথার প্রলবন এ আক্ষেপ
বিষণ্ণতা করেছে আমাকে নিক্ষেপ-
বেঁচে থাকার স্বাদ,
মরনত্ব ফাঁদ -
কেন এত স্বাদ -
মরনতো অচিরেই ,
কেটে গেল যে জীবনটা বিরহেই-
আমি আমাতেই বিশ্বাস,
বেঁচে থাকার আশ্বাস
কেন মনে হয় নিরাশ-
বিশাল আরাধনা মনে জাগে সাধনা
সেই সাধনার পরিনতি হবে কি -
জীবনটার শেষ মুহূর্ত ,
কখন আমার মরন দূরত্ব-
কেন জাগে মনে এত স্বাদ-
পূরণ করার পরিনতি কি,
আমার মরন ফাঁদ -
কেন দেখিয়েছিলে আলো-
কেন দিয়েছিলে নিশ্বাস -
কখন যে হবে আমার শেষ নিশ্বাস।