তোমার কথা বলায় মুগ্ধ হয়েছি কিংবা
কাজলে আঁকা দু চোখের দৃষ্টিতে হারিয়েছি বহুবার।
তোমার বাঁকা ঠোঁটের হাসি, খোলা এলোমেলো চুল
অনেক দেখেছি কিন্তু দেখতে ইচ্ছে করে আবার।
ক্লাসের কোনো এক ফাঁকে খুব যত্ন করে
বা গল্ফ মাঠের কোনো বেঞ্চিতে বসে খুব আগ্রহ ভরে
তোমায় বলতে পারতাম ভালোবাসি কিন্তু বলিনি।
কলেজ ক্যাম্পাসে বন্ধুদের আড্ডায় কিংবা
দুষ্টামির ছলে তোমার চোখে চোখ রেখে
বলতে পারতাম তোমায় ভালোবাসি কিন্তু বলিনি।
কারণ.....
ভালোবাসি বলে দিলেই বেড়ে যাবে দূরত্ব,
পাথরের মতো শক্ত হতে থাকবে সম্পর্কের দেয়াল।
ভালোবাসি বলে দিলেই শত ইচ্ছেতেও
কাছে টানা যাবে না, হয়ে যাবে দৃষ্টির আড়াল।