আমি তো এসেছি অভেদ্য তুফান হয়ে,
তাদের সবকিছু যাব উরিয়ে দিয়ে,
যারা গরিবের ঘামে গড়েছে বড় বড় দালান,
ঠকিয়েছে তাদের, আর আঘাত হানেছে প্রাণ।
কখনো বুঝেনি গরিব দুঃখীদের ক্ষুদার জ্বালা,
যারা করেছে বাহাদুরি আরামের প্রাসাদে দিয়ে তালা।
আমি তো এসেছি রাবার হয়ে ওই ছোট্ট শিশুর হাতে,
তাদের কৃত্রিম চেহারা সমাজের চোখে মুছে দিতে।
যারা যুগ যুগ ধরে গরিবদের নির্যাতন করেছে,
অন্তর হয়ে গেছে কয়লার মতো কালা।
ভালো মানুষের পোশাক পরেছে,
নিজের গলায় পরেছে সাধু মানুষের মালা।
আমি তো এসেছি অগ্নি মশাল নিয়ে হাতে
তাদের পুরিয়ে ভস্ম করে দিব, সমাজে থাকেনা যাতে।
যারা ভালো মানুষের মুখুসে করেছে
সমাজ, দেশ ও জাতির ক্ষতি।
যারা করেছে প্রতারণা আর অবিচার
ছিল না নিজেদের কোনো আদর্শ, নীতি।