আঁধার রাতে পথ হাটিতেছি
আমি এক পরিশ্রান্ত পথিক,
সঞ্চয়ের থলিতে বেশি কিছু নেই
এক হাতে সামান্য তেলের প্রদীপ।

উঁচুনিচু পথে হাটিতে গিয়ে
বারবার হোঁচট খেয়ে পড়ে যাই,
এই বুঝি নিভে গেল আলো, প্রাণও
সাথে গেল; মরিতে মরিতে বেঁচে যাই।

হঠাৎ উঠে ঝড়, ধুলোমাখা পথে
নিমীলিত চোখে, মুখ থুবড়ে পড়ি
নতুন ভোরের আশায়, প্রদীপের
ক্ষীণ আলোয়, ফের গন্তব্যের পথ ধরি।

মনে সদা ভয় মাঝপথে যদি কিছু হয়
বন্ধুর পথে হঠাৎ কোনো খাদে
যদি পড়ে যাই চিরতরে;
বিধাতার কাছে আর নাহি কিছু চাই
রেখো শুধু মনোবল, ফের উঠিবারে।

অবশেষে আমি এক ক্লান্ত পথিক
যেতে হবে বহুদূর
এখনো বহু পথ বাকি
বিধ্বস্ত দেহে, দিতে হবে পাড়ি.....