হে কালের মহাঘাতক
তুমি মানুষের রঙিন স্বপ্নকে হত্যা করে
শহরের রাস্তায় ধুলোর সাথে মিশিয়ে দিয়েছ
তুমি হাজারো মধ্যবিত্ত শিক্ষার্থীর আগত ঝলমলে
ভবিষ্যতকে কালো অমাবস্যায় তলিয়ে দিয়েছ
১৫১জন শিক্ষার্থীর গলায় ফাঁসির দড়ি দিয়ে
খুন করেছ তুমি! তুমি এত নির্মম খুনও করতে পারো!!
হে কালের অভিশাপ
তোমার অভিশাপে আজ স্কুল, কলেজ,
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মরা আঙিনায় রূপ নিয়েছে।
দেখে মনে হবে হাজারো শিক্ষার্থীর আত্মা
এখানে চিৎকার করে ঘুরে বেড়ায়;
তোমার অভিশাপে আজ বইয়ের তাকে
বিবর্ণ ধুলোময়লার স্তুপ।
হে কালের মহাশত্রু
তুমি কত শত শিক্ষার্থীকে তার স্বপ্নের পথ থেকে
টেনে হিঁচড়ে নামিয়ে এনেছ, তার হিসাব নেই।
তারা এখন গার্মেন্টস শ্রমিক বা কোনো রেস্তোরাঁর পরিচারক
তাদের চোখে রঙিন স্বপ্নের বদলে জায়গা করে নিয়েছে
বৃদ্ধ বাবার করুণ চাহনি যেখানে পরিবারের হাল ধরার আকুলতা।
হে নিষ্ঠুর প্রকৃতি
বিশেষ করে তুমি,
"মধ্যবিত্তের কপালে এক নির্মম অভিশাপ"