রাজপথের চিঠি
কলমে (আব্দুল্লাহ আল সাদি)

দোষ নেই রাইফেলের,
দোষ নেই স্নাইপারে ব্যবহৃত ছুটে আসা
নির্জীব বুলেটের
দোষ নেই বৈষম্য আর নির্মমতার
বিরুদ্ধে জেগে উঠা প্রতিবাদী চেতনার,
যে চেতনার দায়ে রাজপথে নামা হয়েছিল।

দোষ নেই রাজপথের
যে রাজপথকে জোর গলায় প্রশ্ন করবো  
তাদের নিরাপত্তা দিতে পারলে না কেন?
রাজপথ কে হত্যার দায় দিতে পারিনি
কারন রাজপথ তো খুনি নয়!

রাজপথ আন্দোলনের মাঠ
রাজপথ আরামে ঘুমানোর ফুল শয্যা নয়
রাজপথে বারবার হারিয়েছি আবার রাজপথ থেকে পেয়েছি,
রাজপথে ঘাম ঝড়ে রাজপথে রক্ত ঝড়ে

রক্তক্ষরণ হয় জেনেও রাজপথে নামা
শখের কোনো বিলাসপ্রিয়তা নয়,
রাজপথে  নামা শুধু একটা দায় আর
এক সত্য অধিকারে।

সময় আসে সময় যায়
মানুষ ইতিহাস ভুলে যায়
পুরোনো ইতিহাস চাপা পড়ে যায় সদ্য ঘটে যাওয়া নবীন ইতিহাসের তলায়,
কখনো ইতিহাস চাপা পড়েছে অসুন্দর স্বার্থে
কখনো ইতিহাস চাপা পড়ে যায় মানুষের উদাসীনতা আর অবহেলায়।

সব দোষ ইতিহাস ভুলে যাওয়া
সব দোষ সত্যকে চাপা দেওয়া,
সব দোষ অন্যায় স্বীকার না করে
অবিরত অবিচার চালিয়ে যাওয়া।

সব দোষ এটা না বুজা
যে অনিষ্ট আমার নিজের চাই না সে অনিষ্ট কেন অন্যের করি,
সব দোষ সেই আকাঙ্ক্ষার
যেখানে খুব করে নিজের শান্তি চাই তবে কেন অন্যের অশান্তি করে!

সব দোষ এটা ভুলে যাওয়া
শোষকের পতন ঘটিয়ে আমি যেন
শোষক না হই,
সব দোষ ক্ষমতার সেই কর্তৃত্ববাদের
যে কর্তৃত্বের হুকুমে আইন বেকরে পড়ে
বেআইনি করে।

সব দোষ লোভ নামক বিশ্রী মায়াজালের
যে লোভের কাছে তুচ্ছ হয় ন্যায়পরায়ণতা,
সব দোষ অকৃতজ্ঞদের
যে অকৃতজ্ঞতায় ন্যায়ের পক্ষে জীবন দেওয়া শহীদের ত্যাগের মূল্যায়ন
মুখের বুলি ব্যতীত নিজেদের জীবনে নেয়নি!

ইতিহাসে ছেড়ে আসা রাজপথে
আবার আমাদের কেনো যেতে হয়?
যারা সত্য অধিকারের জন্যে
জীবন দিয়েছিল ওনারা চেয়েছিল পরবর্তীদের
সে অধিকার খুঁজতে পুনরায় যেন রাজপথে নামতে না হয়।

শহীদদের সে আশা পূর্ণ হয়নি
আজও রাজপথে নামতে হচ্ছে
আজও কতো মা কুল শূন্য হয়ে
অঝোরে কাঁদছে,
তবুও বাংলার ছেলেরা ভীতু নয়
বাংলার মায়েরা স্বার্থপরায়ণ আর নিষ্ঠুর নয়
যে অন্যায়ের ভয়ে ছেলেদের ঘরে তালাবদ্ধ করে রাখবে।

ভীতু তারা যারা নিরস্ত্র মানুষের
উপর গুলি চালায়
স্বার্থপরায়ন নিষ্ঠুর তারা
নির্মতার চরম পর্যায়ে পৌঁছেও অনুশোচনা আর পাপাচারের অনুভূতিতে যাদের হৃদয় গলেনি।

বাংলার ছেলেরা জানে
ভাষা আন্দোলনের ইতিহাস
বাংলার ছেলেরা জানে মুক্তিযুদ্ধের ইতিহাস,
শহীদ জননীর চোখে অশ্রু লুকিয়ে
লাল সবুজের পতাকায় ছেলের মুখ ভেসে উঠার দৃশ্য দেখার ইতিহাস বাংলার মায়েরা জানে।

অথচ তারা কেনো জানেনা?
বাংলার মানুষ অন্যায় মানেনা
তবে তারা কেনো জানে না?
বাংলার মানুষ শোষণ মানে না
তবে তারা এ ইতিহাস কেনো জানে না বাংলায় স্বৈরশাসকেরা টিকতে পারে না।

আজ রাজপথের চিৎকার শুনতে পাচ্ছি
রাজপথ চিৎকার করে বলছে
শহীদদের ভুলে না যেতে
রাজপথ চিৎকার  করে বলছে জীবন দেওয়া
ভাই বোন এবং চিরতরে পঙ্গু হওয়া ত্যাগিদের নিজেদের স্বজন মনে করতে।

রাজপথ ডেকে বলছে
নেতৃত্বে থাকা নেতাদের সম্মান নিয়ে বাঁচতে
রাজপথ চিৎকার করে বলছে
রাষ্ট্রীয় কর্মকর্তাদের লোভ,প্রভুত্বভাব আর কতৃত্ববাদীদের গোলামি ছেড়ে প্রকৃত দায় খুঁজতে,
রাজপথ বিলাপ করে বলছে পূর্বপুরুষদের ইতিহাস আর সদ্য ঘটে যাওয়া ইতিহাস ভুলে না যেতে।

রাজপথে যারা নামে তারা নিজের
জন্য রাজপথে নামে না
রাজপথে নামে দেশের জন্য দশের জন্যে,
রাজপথে যারা জীবন দেয় তারা শিখিয়ে যায় বিপ্লব তারা বুজিয়ে যায়
অন্যায় নির্মমতার বিরুদ্ধে সংগ্রাম
সংগ্রাম সহস্র সংগ্রাম।
31-10-2024