ওরা অতিথি

       আব্দুল্লাহ আল সাদি


ওরা অতিথি অনেক পথ পারি দিয়ে দু ডানায় উড়ে মুক্ত মনে এসেছে আমাদের এই দেশে,
এই খাল বিল নদী নালা হাওর এর দেশে
ওদের নির্বিচারে অধিকার হরণ যেন না হয় অল্প কয়েক মাসের নিবাসে।

ওরা এসেছে কত শীত কুয়াশার ভেতর দিয়ে রোদ্দুরে পুরে,
এখানে ওদের সহনীয় পরিবেশের আশ্রয় স্থল
স্বদেশ কিন্তু অনেক দূরে!

আমাদের নদীমাতৃক দেশে নানান প্রজাতির বিহগ প্রতি বছর ই আসে আবহাওয়া কে ভালোবেসে,
তবু কেনো সৌন্দর্যের অভ্রান্ত কে তুচ্ছ করে ওদের শিকার করো বিনা দোষে?

ওদের  নাই নিদিষ্ট সীমানা  সব দেশেই ওদের সার্বভৌমত্ব,
ওদের মেরে হতে পারো না ধনিক তবু  ধরিত্রীর
অনিষ্ট কেনো করছো আয়ত্ত?

শীতকালীন  ওদের দেশে তুষারপাতের অসহনীয় শীতের জন্যেই দেশান্তর,
অসহায়ত্বের সুযোগে যদি মারো
তবু ওদের প্রতিবাদ করার নাই কোনো উপায়ন্তর।

ওরা আবাদি জমিতে অহিতকর কীটপতঙ্গ খেয়ে যাচ্ছে,
  চাষা সপ্নের ফসলে  কতই না উপকার পাচ্ছে।

কত জাতের পঙ্খি বালি হাস, গিরিয়াহাস,লালশির, পান্তামুখী, রাঙ্গামুরি,জলছড়ি রেইল আরো কতো ওরা অতিথি,
  ওদের বাচতে দাও ওদের মেরে নষ্ট করোনা সুস্থ পরিবেশের রীতি।

ওরা ছোট্ট জীবনে বাঁচতে চায়,
     তোমাদের নাই কী মমতার বন্ধন আর প্রীতি?
ওদের  শিকার করো না, ওদের উপভোগ করো ওরা অতিথি।