কৃষক তুমি তো মহান
আব্দুল্লাহ আল সাদি
কৃষক তুমি তো মহান ,
মাটির কাছাকাছি থেকে করেছো মোদেরও দান।
তোমার শরীরে পরিশ্রমে ঝড়ে অমেয় ঘাম,
তোমায় কতোটুকুই দিতে পারিছে এই সভ্যতা ঝড়া সেই ঘামেরও দাম!
তোমার ত্যাগ আর হাড় ভাঙ্গা খাটুনিতেই এ মহীতে শস্যে ভরা তবু গাওনি নিজেরও গুণগান,
কৃষক তুমি তো মহান।
কষ্টের পরেও যুগে যুগে শীত ,বৃষ্টিতে ধরিয়াছ লাঙল জোয়াল দিতে ধরনীতে অন্নেরও যোগান,
কৃষক তুমি তো মহান।
তোমার হাতে পাওনি পীড়া ব্যতীত স্বর্ণ হীরা, কভু ভাবোনি সৎ অসৎ ভুলিয়া গড়বে অর্থেরও পাহাড়,
কৃষক তোমার অবদান যুগে যুগে দিয়েছে চাপা
ধনিক শ্রেণী, ক্ষমতা আর বিলাসিতায় করিয়া আহার!
মাঠে মাঠে রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া ধান গমের ফলনে গড়েছো অর্থনৈতিক মান,
ধান বেচ এ বাজার আনিয়া বছর শেষে শুধুই দেনা,
তোমার এ ক্লেশ যেন আমাদেরও অপমান।
কৃষি যে বড়ই চেনা তাই আর নয় নীরবে, উচ্চকন্ঠে জাহির করিবো কৃষক তোমায় ভালোবাসি,
আমিও শপথ নিয়েছি যে পেশায় থাকি না কেনো,
তবু নামের আগে বসাতে চাই চাষী।
কৃষক তুমি মাটির কাছাকাছি থেকে যা করেছো
মোদেরও দান,
কৃষক তুমি তো মহান।