কালো গোলাপের কথা নাই মনে তোমার
আব্দুল্লাহ আল সাদি
এই বুক ভরা ভালোবাসা নিয়াও দিয়েছি বিদায় তোমায়,
আটকাতে চাইয়াও আটকাতে পারিনাই কারণ নিয়তি চিনেনি আমায়।
যদি ভুল কইরা কোনো একদিন পথের ধারে পথিকের ন্যায় আমারে পাও কাছে,
আমারে যদি নাহি চিনতে পারো তবু আমার ভালোবাসা সেদিনও থাকবে বেঁচে।
ভয় মাখা নয়ণ নিয়া মৃদুস্বরে ভালোবাসি আমি তোমায় বলছিলাম যেদিন,
সাহসের ভিতরে ভয় নিয়া ওরোকম কইরা বলতে পারবো না আবার দেখা হয় যদি কোনোদিন ।
শিশিরে ভেজা ঘাসের উপরে প্রিয়জনাকে নিয়া তুমি হাটবা কোলে থাকবো ফুটফুটে সুন্দর শিশু,
খুকি তোমারই মতো নীল রঙের চোখ নিয়ে আসলেও আমার বলা সপ্নের নীলা নামটি রাখতেও মনে থাকবে না কিছু।
আমার কথার উত্তরে আমায় ভালোবাসো তুমিও মিথ্যা ছিলো তোমার এ কথা,
ভালোবাসছিলাম সত্যি তোমায় তাই মনের ভিতর
অসহায় হয়ে আছে আজও না পাওয়ার ব্যথা।
তুমি পড়ন্ত বৈকালে আজো হাটো আমার জায়গায় তোমারই পাশে আপন কইরা নিছো অন্য কোনো মানুষ,
আমার ভালোবাসা তোমার কাছে শুধুই ছিলো সাময়িক হাসি খেলার আনন্দের ফানুস।
হাঁটার মাজে বাতাসে তোমার লম্বা সিলকী কেশ গুলা স্কার্ফের ভেতর থাইকা বাইর হইয়া যায়,
লোকে দেইখা ফেলবো বইলা আমার মতো ভয়ে তারাতাড়ি
কেশ গুলা ডাকতে কইয়া সে কী সুখ পায়?
আমার মতো অনুরক্তি নিয়া তোমার হাতে নেল পালিশ সে কী লাগায়?
নেল পালিশ লাগানোর সময় এক দৃষ্টিতে সুন্দর হাতে চাইয়া থাকায় তুমি রাগলে সে কী আমার মতোই চইমকা যায়!
তোমার প্রিয়জন হয়তো আজ তোমার লাইগা কপিহাউজে কড়া কইরা কফি দিতে বলে,
আর আমি রোজ আড্ডায় তোমাকে দেইখা তৃপ্তি নিয়া লাল চা আর বাদাম খাইতাম কতো হাসির ছলে।
একদিন শখ কইরা তোমারে চকবার আইসক্রিম কিনা দিছিলাম পকেটে হাত দিয়া দেখলাম ভুলে একেবারেই ফাঁকা,
তুমিই টাকা দিয়া দিলা তা তুমি ভুললেও সেই স্মৃতি আজও আমার মনে আছে আঁকা।
এই বুক ভরা ভালোবাসা নিয়াও দিয়েছি বিদায় তোমায়,
আটকাতে চাইয়াও আটকাতে পারিনাই কারণ নিয়তি চিনেনি আমায়।
হারানো স্মৃতি আর কাঁপা কাঁপা হাতে আমার দেওয়া কালো গোলাপের কথা নাই মনে তোমার,
তোমারে ভালোবাইসা আমি মন হারাইয়া আজও রয়ে গেছি চির কুমার।
আমিতো ছিলাম কালো গোলাপ তাই আজ ছাইড়া গিয়া নাই মনে কিছুই তোমার,
ওগো প্রেমময়ী তোমাকে না পাইয়া আজও কোনো ছলনাময়ীর দিকে প্রেমময় ভাবনা অনুভব হয়নি আমার।
( তাংঃ২৫-২-২০২৩)
*******
উপরের লেখাটি আমার কল্পনীয়। তবে একটা কথা আমি হৃদয়ে ধারণ করি সব প্রেমের উপরে নিজেকে ভালোবাসা আর
সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা স্রষ্টার প্রতি বান্দার আর বান্দার প্রতি স্রষ্টার ভালোবাসা ।