হ্যা মৃত্যু হয়েছে
আব্দুল্লাহ আল সাদি
হ্যা মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে,
আমার মৃত্যু নয়! আমার সপ্নের মৃত্যু হয়েছে।
মানুষ তো বার বার মরে না
মানুষ বার বার আঘাত পায়, বার বার হারায়,
মানুষ, মানুষ যে তখন বার বার কাঁদে।।
মানুষের স্বপ্ন বার বার মরে যায়,
কিন্তু মানুষ বার বার মরে না,বিষাদের যাতনায় মানুষের দুরন্ত মনও মনস্তাপের নিস্তব্ধতায় কাতরায়।
মানুষ একবারই মরে, মানুষ যখন চলে যায় একেবারে নিস্তব্ধ হয়ে যায়,
সে নিস্তব্ধতায় আর কখনো পরিচিত হারানো সুর বাজবার নয়,সে নিস্তব্ধতায় চলে যাওয়া সেই পরিচিত কন্ঠে কর্কশ বা মায়া ভরা সুরে আর তো ডাকবার নয়।
হ্যা মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে
আমার অনেক পরিচিতদের মৃত্যু হয়েছে,
আমার সামনে বহু স্বপ্নেরও মৃত্যু হয়, বহু বছর আগে চলে যাওয়া মানুষদের ন্যায় অধিকাংশ মরে যাওয়া স্বপ্নও জেগে উঠে নাই, আবার শুনেছি কিছু স্বপ্ন কোমা থেকেও জেগে উঠে।
হ্যা মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে,
আমার মৃত্যু নয় আমার স্বপ্নের মৃত্যু হয়েছে,
আমার স্বপ্নের বিলোপ ঘটেছে!
ধনীর বড় কোনো সপ্ন ভেঙ্গে গেলে সেও কাঁদে,
কিন্তু সরল গরিবের যখন বার বার ছোট স্বপ্ন গুলা মরে যায় তখন সেও কাঁদে তার কান্না যে সেই ধনবানের কান্নার চেয়েও বেদনাময়!
অন্যায়কারীরও অনেক অভিসন্ধির পরেও অসৎ স্বপ্ন যখন অপূর্ণ রয়ে যায় তখন তার কাছে সে ব্যর্থতা যে নয় বেদনাময়,
কিন্তু নীতিবানদের জয়ের দারপ্রান্তে পৌঁছে হেরে যাওয়া যে বহু বহুগুনে যাতনাময়!
হ্যা মৃত্যু হয়েছে আমার অনেক ছোট ছোট স্বপ্নের মৃত্যু হয়েছে!
আবার কিছু স্বপ্ন নির্বাক আশায় পূর্ণ হয়েছে।
মৃত্যু হবে, আমার সপ্নের মৃত্যুর আগে,
পূর্ণ হওয়া স্বপ্নের স্বাদের তৃপ্তি পাওয়ার আগে আমারও মৃত্যু হবে,
সকল প্রাণের ই যে অন্তকাল হয়.... সকলেরই যে মৃত্যু হবে।
(৫-১২-২০২৩)