দুঃসময়ে শপথ
কলমেঃ আব্দুল্লাহ আল সাদি

কোনো কোনো দুঃসময়ে দুঃখ ছাড়া
কেউ পাশে ছিল না,
তবে যারা পাশে ছিল
আমার মতো তাদের হৃদয়েও সুখ ছিল না।

কোনো কোনো দুঃসময়ে
যন্ত্রণা গুলো উপশম করার
অভাববোধ ছাড়া কেউ পাশে ছিল না,
তবে যারা পাশে ছিল তাদের হৃদয়ে
স্বান্তনা,সাহস আর
অনুপ্রেরণা দেওয়ার মতো ভাষা ছিল না।

আমার জীবনের কোনো কোনো দুঃসময়ে
ক্লান্তি ছাড়া কেউ পাশে ছিল না,
তবে যারা পাশে থেকেও দূরে ছিল
আমার মনের একরাশ ক্লান্তির বেদনাকে দুঃখ বলে স্বীকৃতি দেওয়ার অনুভব তাদের হৃদয়ে ছিল না।

আমার দুঃসময়ে
ভালো থাকার বিহীনতার
সংকট পূরণ করার বড্ড তৃষ্ণা ছিল,
আমার চোখে যারা কাছের মানুষ ছিল
যাদের কাছে মৃদুস্বরে সংকটের কথা
জানানো অপরাধ ছিল না,
তাদের পর্যাপ্ত থাকার পরেও
আরো পাওয়ার তৃষ্ণায়
আমি দূরের মানুষকে ভাবার সুযোগ ছিল না।

আমার জীবনে দুঃসময়
এসেছে অভাবে,
কখনো দুঃসময় এসেছিল অর্থের অভাবে
কখনো সুস্থতার অভাবে
কখনো দুঃসময়ের আগমন হয়েছিল
সফলতার অভাবে
কখনো জীবন থেকে কিছু সপ্ন হারিয়ে
কখনো বা দুঃসময় এসেছিল
নির্মল ভালোবাসার বিহীনতায়।

জীবনের কোনো কোনো সংকটের সময় দুঃসময়ের কাছে
জিজ্ঞেস করেছিলাম তুমি
আমার কাছেই কেনো এলে?
দুঃসময় আমাকে বলেছিল
আমি এসেছি তোমাকে মানুষ চেনাতে
এসেছি জীবনের স্বাধকে উপলব্ধি করাতে,
দুঃসময় আমাকে বলেছিল
আমি তোমাকে ভাঙ্গতে এসেছি
যে ভাঙ্গন থেকে নতুন রুপে গড়তে এসেছি।

আমি দুঃ সময়কে বলেছিলাম
তুমি আমার কাছে কেনো এসেছো?
তোমার কাতরায় ধীরে ধীরে দিশেহারায় নিঃশব্দে ক্ষয়ে যাচ্ছি,
দুঃসময় বললো চোখ খুলে দেখো-
অতি সুখেও মানুষ সন্তুষ্টির চিত্তে স্রষ্টাকে ডাকছে না,
অতি সুখে থেকেও মানুষ কৃপণ হয়ে যাচ্ছে
আবার অপ্রয়োজনীয় বিলাসিতায় অপচয়ও করছে ,
অর্থের জন্যে মানুষ মানুষকে ভুলে যাচ্ছে
তথাকথিত ধনবানরা তাদের নিকটের আত্মীয়দেরও কারণে আর অকারণে প্রতিপক্ষ ভাবছে।

আমি দুঃসময়কে বললাম তাহলে কে আছে
সুখে?
মানুষ দুঃখের জন্যে পাচ্ছে না সুখের দেখা
আবার মানুষ অতি সুখের মোহেও হারাচ্ছে
সুখের দেখা।

আমি দুঃসময়ের যন্ত্রণায় বেদনাগুলোকে
অনুভব করেছিলাম নিজের হয়ে
বেদনাগুলোকে অনুভব করেছিলাম পৃথিবীর  সকল দুঃখী মানুষের হয়ে,
দুঃসময়ে প্রতিবারই শপথ নিয়েছি যদি কখনো সুদিন আসে তাহলে দুঃসময়ে থাকা মানুষদের পাশে
আপন হয়ে নিঃশব্দে বসবো,
আমাকে ভালোবেসে ডাকলেও কিংবা বিনা দাওয়াতেও।

কোনো কোনো দুঃসময়ে দুঃখ ছাড়া কেউ পাশে ছিল না,
তবে যারা পাশে ছিল আমার
দুঃসময়ের তারা অনেকে
আড়াল হলেও,
আমার মহান স্রষ্টা আল্লাহর
আড়াল থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ ছিল না।