আমি এক অজানা ব্যর্থ মানুষ
আমি এক অজানা ব্যর্থ মানুষ, আমি ব্যর্থতা নামক পরগাছায় জড়ানো এক চারা গাছের মতো,
কেমন আছি পরিচিতরা সহজে জানতে চায় না, অপরিচিতরাও জানতে চাইবেনা বলে আমি এক অজানা ব্যর্থ মানুষ।
আমি এক অজানা ব্যর্থ মানুষ,
আমি নজরে আসার মতো না বলে হয়তো আমাকে জানতে চায় না।
আমি এমন ব্যর্থ যে সুখ মনে বেঁধে রাখতে পারছি না,যাতে বিষন্নবোধের সময়ে পুরুনো সুখের কথা মনে করে কিছুটা হাসবো,
আমি এতটাই ব্যর্থ যে, আমি ভুলে যাই কিছুক্ষন আগে আড্ডাতে গল্পের বক্তাদেরও শুধু বিষন্নতা ছাড়া।
কী মুখে হাসি দেখেন, কখনো ছোট্ট ছোট্ট বিষয়েও হাসতে দেখেন?
ভালো আছি দেখাতে.. অসহায় পাগলের মতো ছোট্ট কিছুতেও হেসে উঠি,কারন কিছু আঘাতে বহুবার আমি বহুবার নিভৃতে কেঁদেছি এখনো কাঁদি।
আমি বার বার ব্যর্থ হয়েছি আরো যদি ব্যর্থ হই শুধু একবার শুধু একবার ব্যর্থতাকে অনুভব করতে চাই,
বালুর সাথে আকাশ মিশে গেছে দেখেও ছায়া পাবে ভেবে উত্তপ্ত মরুভূমিতে পথিক যে ভাবে হাটে, আমি সেভাবেই ব্যর্থতার আঘাত নিয়ে এগোতে চাই।
আমি ব্যর্থতাকে অনুভব করে নতুন উদ্ভাসিত এক যাত্রার সন্ধান করবো,
যে যাত্রায় আবারো ব্যর্থ হয়ে নিন্দুকের কথায় আমি আবারও হাসবো ওদের কিছু দেওয়ার অপেক্ষায়।
আমি এক ব্যর্থ মানুষ আমি এতটাই ব্যর্থ যে, নিজের লাগামে নিজেই আটকে আছি,
আমি এতটাই ব্যর্থ যে বুজে উঠিনাই ব্যর্থতা আমাকে ধরে আছে? নাকি আমি ব্যর্থতার লাগাম নিজেই ধরে আছি।
আমি এক অজানা ব্যর্থ মানুষ,
আমি ব্যর্থতা নামক পরগাছায় জড়ানো এক চারা গাছের মতো।
ব্যর্থতা নামক পরগাছায় জড়ানো চারাগাছ বিপত্তির ভেতরেই বেড়ে উঠে পৃথিবীতে অক্সিজেন দেয়,
একদিন আমিও ব্যর্থতার ভিতর থেকেই সকল ব্যর্থদের নিয়ে আঁধারে কিছুটা জ্বলে উঠবো জ্বলন্ত আলোর ন্যায়।