মস্ত মস্ত ফ্ল্যাট
রয়েছে তাতে কত তলাট
উঠিতে অনেক উঁচুতে
এই সীমাহীন আকাশকে ছুঁতে
সম্ভব নয় জেনেও সে
উঠিতে চায় আবেগে
যেখান হইতে তাকালে নীচে
লাগে যে সবই ফিকে
যেখানে নেই নিচের তোলার
আওয়াজ দুঃখী মানুষের কান্নার
রড বৃষ্টি ঝরে
দিন দুঃখীদের কষ্টকে উপেক্ষা করে
থাকে তারা এ সি এর ঘরে
মহাআনন্দে বিনোদনে
উপর তলার মানুষ যে
বেঁচে রয় অহংকার কে ভর করে
তারা স্বপ্ন দেখে শুধু সুখের
কোনো অনুশোচনা নেই দুঃখের
মানুষকে মানুষ ভাবে না যারা
মোর চোখে অতি তুচ্ছ তারা
তাদের ত নেই কিছু অভাব
পরে দুঃখে নয় দুঃখী
এটাই তাদের স্বভাব।