দু মুঠোয় কিছু স্বপ্ন নিয়ে
এ জীবনে অনেক আশা
এ মনে অগাধ বিশ্বাস এটাই
যে আমি কিছু করে যাবো
আমি ঠিক কিছু করে যাবো।
হয়ত সূর্যের মত তেজ নয় আমার
যে তোমরা জ্বলতে দেখবে
নিজেকে প্রজ্বলিত করতে
তোমরা আমাকে কতক্ষন থামাবে
তোমরা আমাকে কতক্ষন থামাবে।
আমি সেই মাটির বৃক্ষ নয়
যেটা নদীর জলে বেড়ে ওঠে অগাধে
আমি মরুভূমির উত্তপ্ত বালুয়াড়িতেও
মানিয়ে নিয় সহজে।
আমি দেখিয়ে দিই বারেবার
জীবনে চলার পথটা
হয়ত একটু কঠিন
কিন্তু একেবারে নয় অসাধ্যের।
পাথরের মত হৃদয় আজ
কাঁচের আঘাতে তোমরা কতক্ষন ভাঙবে
হেরে যাওয়ার পাত্র নয় আমি
একদিন তোমরাই ঠিক হারবে
একদিন তোমরাই ঠিক হারবে।
এ জীবন যুদ্ধে যতটা না যন্ত্রনা
তার থেকেও বেশী আমার
সহ্য ক্ষমতা।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমরা
সত্যের পথ চলা কতক্ষন থামাবে,
তোমরা আমাকে কতক্ষন থামাবে
তোমরা আমাকে কতক্ষন থামাবে।
সাগরের থেকেও গভীর আমি
তোমরা কাঁকর দিয়ে কতটা ভরাবে
সে গুলো দূরে সরিয়ে এগিয়ে যাব আমি
তোমরা আমাকে কতক্ষন থামাবে
তোমরা আমাকে কতক্ষন থামাবে।
হোঁচট খেতে খেতে দাঁড়াতে শিখেছি আজ
তাই হোঁচট খাওয়ার শখ নেই আর
আমি নিজেই লিখব নিজের ভাগ্য
তোমরা আমার বিধাতা নও।
সময়ের বেড়াজালে
তোমরা আমাকে কতটা বাধবে
আমি ঠিকই যাব এগিয়ে
আমার স্বপ্ন নিয়ে
তোমরা আমাকে কতক্ষন থামাবে
তোমরা আমাকে কতক্ষন থামাবে।