তোমার অপেক্ষাতে রয়েছি আমি
দাঁড়িয়ে পথে
আর তুমি চলে গেছো
অন্য পথ ধরে।
তোমাকে দেখব বলে
ভোরে ঘুম ভাঙা চোখে
এগিয়ে চলি
সূর্যাস্তের পথে
আমি পেয়েছি
তোমার সান্নিধ্য।
তবে সেটা সোজাসুজি নয়
অবহেলার কলরবে
হারিয়ে যায় বাড়ে বাড়ে ।
তোমার না চাওয়া
মনের মাঝে উঁকি দিয়ে
জেনেছি অনেক ক্ষোভ
রেখেছ লুকিয়ে
তাই আমি ধন্য
যে করেই হোক
আমাকে মনে রাখার জন্য
বারংবার ডাক পাঠিয়ে
রয়েছে মনের খাতায় শুন্য
আর তোমার মনের খাতায়
ক্ষোভে হচ্ছে পরিপূর্ণ।