হারানো পথ ধরে
চলে যাব বহুদূরে
হাসি খুশি অট্টালিকা
সবুজ প্রান্তর সীমারেখা
ফেলিয়া যাব নবপ্রজন্মের কাছে।
আঁকাবাঁকা ইটের রাস্তাটাকে
কৰিব সোজা ভরিয়া পিচে
শীতল হাওয়া টাকে
ভরিয়া দিয়া হাতে
রাখিয়া যাব নব জাতকের কাছে।
সবুজ ছত্রছায়ায় নিশীথ বেলা
হারিয়ে সব হারিয়ে একলা
চাঁদনী রাতের মেঘনী ছোয়া
এই সব সবই ভুয়া
আগামীর নবজাতকের কাছে ।
সহজ সরলের ধাঁচটা
কাঠ কয়লার পুরোনো আঁচটা
আটকে দেব ইতিহাসের পাতায়
শ্রান্ত নির্মল, নির্মল মাথায়
ক্ষমা চেয়ে নেব নবজাতকের কাছে।
রোমান্টিক সৌন্দর্য্য পৃথিবীটাকে
সীমাবদ্ধ করে কেমেস্ট্রিতে
সূর্য, চন্দ্র, গ্রহ তারাকে
এনে দেব হাতে
অঙ্গীকার বদ্ধ নবজাতকের কাছে।