চলতেছে এক বৃদ্ধ
শরীরটা তার অতিশয় জীর্ণ
হয়েছে আধা দৃষ্টি শক্তিহীন
কষ্টে সৃষ্টে কোনো রকমে কাটছে দিন।
মাথায় পড়িয়াছে টাক,
করিতে পারে না জোরে হাক।
কমিয়াছে চলিবার শক্তি
হারিয়েছে উপায়ের বুদ্ধি
অথচ বৃদ্ধ বেরিয়েছে রাস্তায়
ক্ষুধার তাড়নায়।
বয়স অনেক হয়েছে
হয়ত সবাইকে হারিয়েছে
এই জন্যই সে রাস্তায় বেরিয়েছে
লোকের কাছে হাত পেতেছে।
ক্ষুধার ই তাড়নায়
আহারের আশায়।
ক্ষুধা তোমার বৃদ্ধ কৈশোর মানে না
গরিব ধনী মানে না,
ভয় আতঙ্ক মানে না
দুর্যোগ মানে না।
ক্ষুধা কেবল ক্ষুধায় থাকে
সে আহার কেই ডাকে।
আহার ই তাকে নিয়ে গেল অজানায়
পড়িল দুর্ঘটনায়।
বাসের সাথে মারিল তাল্লা
একবার সর্বশক্তি দিয়ে বলিয়া উঠিল আল্লা।
হাত পা প্রসারিত করে
শেষ নিঃস্বাস গেল বেরিয়ে।